Header Ads

ইডেনে প্রেসিডেন্ট সৌরভের প্রথম টেস্ট। মরিয়া দাদা


কলকাতাঃ ৩০ তারিখ ইডেনে শুরু ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্ট। সভাপতি হওয়ার পর এটাই ইডেনে ভারতের প্রথম টেস্ট হতে চলেছে। আর এই টেস্ট'টাকে সব দিক থেকে স্মরণীয় করে রাখতে মরিয়া সৌরভ।


পুজোর মরসুমে মাঠে দর্শক আসা নিয়ে যথেষ্ট সন্দিহান সবাই। তাই বিভিন্নভাবে এই টেস্টের আকর্ষণ বাড়াতে চাইছেন সিএবি সভাপতি। ইতিমধ্যাই লর্ডস-এর আদলে বসেছে ঘণ্টা। লক্ষ্মণ, সেহবাগদের নিয়ে টক শো থাকছে, থাকছে ছোটদের জন্য বিশেষ কিডস জোন। সেই সঙ্গে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়েও মাঠে লোক টানতে মরিয়া সৌরভ।

ঐতিহাসিক ৫০০তম টেস্ট আয়োজনের ব্যাপারে কানপুর সমালোচনার মুখে পড়েছে। যা দেখে বাড়তি সতর্ক সিএবি সভাপতি। কোনওভাবেই ইডেনকে সমালোচনার মুখে ফেলতে চান না তিনি।

No comments

Powered by Blogger.