Header Ads

শ্রদ্ধার চোখে ঘুম নেই। সারারাত জেগে কী করলেন?


ইন্টারনেট ডেস্কঃ কাল ছিল 'রক অন ২'-এর মিউজিক রিলিজ। আর সেই সঙ্গে ছিল লাইভ কনসার্ট। হাজির ছিল  'রক অন ২'-এর পুরো টিম। আর এই লাইভ কনসার্ট নিয়ে শ্রদ্ধা কাপুর এতটাই এক্সসাইটেড ছিলেন যে আগের রাতে ঘুমাতেই পারেননি। তাঁর কথায়, এটাই নাকি তাঁর প্রথম লাইভ কনসার্ট। কিন্তু পারফরম্যান্স দেখে কে বলবে যে এটাই প্রথম! অডিয়েন্স এতটাই মুগ্ধ শ্রদ্ধার পারফরম্যান্সে যে কারুর কারুর মত সিনেমাটা না দেখলেও চলবে।


কে ছিলেন না এদিন! বরাবরের মতো জমিয়ে দিলেন ফারহান আখতার। ছিলেন শঙ্কর-এহসান-লয় তাদের চির পরিচিত জৌলুস নিয়ে। আর কনসার্টের মাত্রা বাড়ালেন আরও একজন, অর্জুন রামপাল। ইউটিউবে ইতিমধ্যেই ঝড় তুলেছে 'রক অন ২'-এর মিউজিক। আর এদিনের লাইভ কনসার্ট সেই ঝড়টাকে আরও অনেকটাই বাড়িয়ে দিল। সবমিলিয়ে 'রক অন ২'-এর জন্য অপেক্ষার আর তর সইছে না সে সমস্ত সিনেপ্রেমীদের, যারা রক ভালবাসেন; যারা রকের সঙ্গে শরীর দোলাতে পছন্দ করেন।

No comments

Powered by Blogger.