Header Ads

প্রিমিয়ার লীগে পাঁচ ম্যাচে দুই হার মোরিনহোর

ইন্টারনেট ডেস্কঃ ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে মোরিনহোর ভবিষ্যৎ কী হতে চলেছে, তার ইঙ্গিত কি আজই পাওয়া গেল? ইপিএল-এ নিজের পঞ্চম ম্যাচে দ্বিতীয়বার হারের মুখ দেখতে হল। ইপিএল ইউরোপা মিলিয়ে পরপর তিন ম্যাচে হার! আজ মোরিনহোর ম্যান ইউ-কে নাস্তানাবুদ করে হারাল অনামী ওয়াটফোর্ড। তারকা ঠাসা দলকে হারাল ৩-১ গোলে। শুধু তাই নয় নিজেদের মাঠে গোটা ম্যাচে প্রাধান্য নিয়ে খেলে গেল ওয়াটফোর্ড।

পোগবা যতটা দলবদলের বাজার গরম করেছিলেন তার ছিটেফোঁটাও দেখা যাচ্ছে না খেলায়। ইতিমধ্যেই সমালোচনা শুরু হয়েছে বারবার তাঁর চুলের স্টাইল বদলানো নিয়ে। ইব্রাহিমোভিচও তথৈবচ। গোলের মুখ খুলতে পারলেন না এদিনও। রুনি মাঠে আছেন, কিন্তু কেন আছেন কেউ জানে না। মাঝমাঠে খেলা সাজানোর ফুটবলারের অভাব প্রতি মুহূর্তে টের পাওয়া গেল। ডাগআউটে মোরিনহোকে দেখে ব্যর্থ সৈনিকদের সেনাপতি মনে হচ্ছিল। ম্যাচ জুড়ে হতাশাই ধরা পড়ল। এমন চলতে থাকলে ম্যান ইউ-তে তাঁর ভবিষ্যৎ যে অনিশ্চিত, এটা হাড়েহাড়ে টের পাচ্ছেন। তাই তাঁর দল আর তাকে টিকে থাকতে গেলে সবকিছু যে নতুন করে শুরু করতে হবে, পরিকল্পনা যে নতুন করে সাজাতে হবে, একথা তাঁর থেকে ভাল আর কে জানে!

No comments

Powered by Blogger.