Header Ads

পুলিশি ঘেরাটোপে হল ইস্টবেঙ্গলের অনুশীলন


ইনসাইড নিউজ ডেস্ক: বারাসাতে মিনার্ভা ম্যাচের পর প্রবল বিক্ষোভ দেখিয়েছেন লাল-হলুদ সমর্থকরা। কোচ, কর্তাদের পদত্যাগ চেয়ে সে ক্ষোভ সামলাতে পুলিশকে নাজেহাল হতে হয়।

সে বিক্ষোভের রেশ পড়তে পারে ইস্টবেঙ্গলের অনুশীলনেও। সেটা আন্দাজ করেই বাড়তি সতর্ক ছিলেন কর্তারা। তাই বুধবারের অনুশীলনের আগে লাল-হলুদ তাঁবুর সামনে পুলিশি প্রহরা। নিরাপত্তার মধ্যেই হল অনুশীলন, যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে। সমর্থকদের অনুশীলনে ঢুকতে দেওয়া হল। তবে শান্তি বিঘ্নিত যাতে না হয়, সেদিকে সতর্ক থাকল পুলিশ।

No comments

Powered by Blogger.