Header Ads

ইস্টবেঙ্গলের অন্দরে জোর কলহ, ভাঙনের ইঙ্গিত


ইনসাইড নিউজ ডেস্ক: সমর্থকদের তরফে ক্ষোভ তো ছিলই। এবার টিমের অন্দরেই ঘোরতর অশান্তির আভাস। ভাঙনের ইঙ্গিত।

নাম নানা করে কোচ খালিদ জামিলের ওপর ক্ষোভ উগরে দিলেন গোলকিপার দিব্যেন্দু সরকার। রীতিমতো বিস্ফোরক তিনি।

দিব্যেন্দু জানিয়েছেন, ম্যাচের আগের দিনও প্রথম এগারোতে তিনি ছিলেন। ব্ল্যাকবোর্ডে ছিল নাম। কিন্তু অদ্ভুতভাবে ম্যাচের দিন টিমলিস্টে তাঁর নাম নেই! খালিদের বিরুদ্ধে শুধু মুখ খোলার অপেক্ষা। দরকার শুধু কয়েকজনের অনুমতি। এমনটাই জানিয়েছেন তিনি।

দিব্যেন্দু বলেছেন, দিনের পর দিন গোলকিপিং কোচ তাঁকে নাকি বলেন, দারুণ করছ। অথচ ম্যাচের দিন বসে থাকতে হয় সাইডলাইনে।

এখন টিমের অন্দরের যা পরিস্থিতি তাতে করে একমাত্র পরপর জয়ই এই ছবিটা পাল্টাতে পারে। নইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।

No comments

Powered by Blogger.