Header Ads

ইস্টবেঙ্গলের জালে বল জড়ানোর অভিজ্ঞতা নিয়েই বাগান অনুশীলনে বিমল


ইনসাইড নিউজ ডেস্ক: ২০১৬'র বরদলুই ট্রফির ফাইনালে নেপালের থ্রি স্টার ক্লাবের কাছে হেরেছিল ইস্টবেঙ্গল। সেবার যার গোলে হেরেছিল লাল-হলুদ, তার কথা ভুলেই গিয়েছিল সবাই। তিনি ছিলেন বাগানের নবাগত বিদেশি বিমল ঘারতি আগর।

সেই তিনি ইস্টবেঙ্গলের চিরশত্রু ক্লাবে যোগ দিলেন। তাই বলা যায়, ময়দানে নামার আগেই ময়দানি ফুটবলে তাঁর ছাপ আগেভাগেই রাখা আছে।

সোমবার শহরে পৌঁছেই নেমে পড়লেন বাগান অনুশীলনে। জানিয়ে দিলেন, মোহনবাগানের ঐতিহ্যের কথা ভেবেই ভারতে অভিষেকের জন্য এই ক্লাবকে বেছেছেন। আর সেই সঙ্গে জানালেন, নিজের ১০০ শতাংশ দিতে মুখিয়ে আছেন।

No comments

Powered by Blogger.