Header Ads

১৩ তারিখ ম্যাচে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য অভিনব ছাড় মিনার্ভার


ইনসাইড নিউজ ডেস্ক: ফুটবলকে ভালবাসার অনন্য দৃষ্টান্ত তুলে ধরলেন মিনার্ভা পঞ্জাবের কর্ণধার রঞ্জিৎ বাজাজ। ভারতীয় ফুটবলে দারুণ এক দূরদর্শিতা দেখালেন।

১৩ তারিখ ইস্টবেঙ্গলের অ্যাওয়ে ম্যাচ মিনার্ভার মাঠে। আর সে ম্যাচে লাল-হলুদ সমর্থকদের সাদর আমন্ত্রণ জানাল মিনার্ভা। ম্যাচ দেখার সুবিধার জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের টিকিটে ৫০% ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিলেন মিনার্ভার কর্ণধার রঞ্জিৎ বাজাজ। শুধু তাই নয়, লাল-হলুদের ফ্যান গ্রুপ EBRP'র সদস্যদের সম্পূর্ণ বিনামূল্যে টিকিট দেওয়া হবে। সঙ্গে থাকা খাওয়ার যাবতীয় ব্যবস্থা।

এমন ভাবাটা ভারতের অন্য যে কোনও ক্লাবের কাছে সত্যি দু:স্বপ্নের মতো।

আই লিগে যেভাবে দলের সঙ্গে গোটা ভারত ঘুরে চলেছেন রঞ্জিৎ বাজাজ, তাতে করে ফুটবলের প্রতি তাঁর নিখাদ ভালবাসাই প্রকাশ পায়। তার ওপর এমন একটা সিদ্ধান্তে মিনার্ভার কর্ণধার অনেক অনেক সম্মান আর প্রশংসা আদায় করে নিলেন।

No comments

Powered by Blogger.