Header Ads

টি.সি স্পোর্টসকে ৮-২ গোলে হারিয়ে এএফসি কাপের মূলপর্বে বেঙ্গালুরু এফসি


ইনসাইড নিউজ ডেস্ক: প্রথম পর্বের অ্যাওয়ে ম্যাচে ৩-২ গোলে জয়। তারপর হোম ম্যাচে ৫-০ গোলে টি.সি স্পোর্টসকে হারিয়ে টোটাল ৮-২ গোলের ব্যবধান নিয়ে এএফসি কাপের মূলপর্বে উঠল বেঙ্গালুরু এফসি।

এই প্রথম কোনও এশিয়ার প্রতিযোগিতায় হ্যাটট্রিক করলেন বেঙ্গালুরুর কোনও ফুটবলার। টি.সি স্পোর্টসের বিরুদ্ধে এই কাণ্ড ঘটালেন বেঙ্গালুরুর অ্যান্টোনিও ডোভালে।

এই জয়ের ফলে নীল জার্সিধারীরা এএফসি কাপে। গ্রুপ 'ই'-তে তাদের সামনে আইজল এফসি, মালদ্বীপের নিউ র‍্যাডিয়্যান্ট এফসি আর বাংলাদেশের ঢাকা আবাহনী।

No comments

Powered by Blogger.