Header Ads

শ্রীদেবীর মৃত্যুর ঠিক আগে কেঁপে উঠেছিল বিগ বি'র মন!


ইনসাইড নিউজ ডেস্ক: কী বলবেন টেলিপ্যাথি নাকি সিক্সথ সেন্স? নাম দিতে পারেন যা খুশি। কিন্তু এ ঘটনা অবাক করে দেয়!

তখন শনিবার ঠিক রাত ১টা ১৫। বিগ বি'র ট্যুইট, 'না জানে কিউঁ, এক আজীব সী ঘবরাহট হো রহী হ্যায়!!'তার প্রায় এক ঘন্টা পর রাত ২টো ১৩ তে ব্রেকিং, শ্রীদেবীর মৃত্যুর খবর।এক সময়ের নায়িকার মৃত্যুর ঠিক আগে মন কি কেঁপে উঠেছিল বিগ বি'র? কোনও এক অজানা আশঙ্কা কি মনে গ্রাস করেছিল? স্বজন হারানোর আন্দাজ পেয়েছিল মন? কে জানে!

No comments

Powered by Blogger.