Header Ads

১০ জনের বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে হারের হ্যাটট্রিক করলেন ওয়েস্টউড


ইনসাইড নিউজ ডেস্ক: কোচ পাল্টালেও এটিকে আছে এটিকেতেই। শনিবার আবার হার বেঙ্গালুরু এফসি'র বিপক্ষে। এই নিয়ে পরপর চার ম্যাচে হারের মুখ দেখল ওয়েস্টউডের দল। কোচ হিসাবে হারের হ্যাটট্রিকও করে ফেললেন।

এদিন বেঙ্গালুরু প্রথম গোল পায় এটিকের জর্ডি নিজের জালে বল জড়ালে। ৮৩ মিনিটে বেঙ্গালুরুর মিকু ২-০ করেন। ৬৯ মিনিটে রাহুল ভেকে লালকার্ড দেখলে ১০ জনে হয়ে যায় বেঙ্গালুরু। কিন্তু সুযোগ কাজে লাগাতে ব্যর্থ কলকাতার দল। এর আগে পরপর চার ম্যাচে কখনও হারের লজ্জা দেখতে হয়নি এটিকে-কে।

No comments

Powered by Blogger.