Header Ads

আমনা হয়ত চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকেই স্ট্রাইকারে


ইনসাইড নিউজ ডেস্ক: খুব অবাক হবেন না, যদি দেখেন যে চেন্নাইয়ের বিরুদ্ধে শুরু থেকে স্ট্রাইকার হিসাবে খেলছেন ইস্টবেঙ্গলের মাঝমাঠের স্তম্ভ আল আমনা। প্রয়োজনে অলআউট আক্রমণে যাবার কথা আগেই বলেছিলেন খালিদ। আমনাকে আক্রমণে খেলিয়ে অনুশীলনে সেই ইঙ্গিতও দিয়ে রাখলেন।

সেক্ষেত্রে আক্রমণে শুরু করবেন ডুডু আর আমনা। তেমন হলে লেফট উইংয়ে কাটসুমি, রাইট উইংয়ে দেখা যেতে পারে রালতেকে। মাঝখানে লোবো, ইয়ামি। ডিফেন্সে এডুয়ার্ডো, গুরবিন্দর, চুল্লোভা, সালাম রঞ্জন।

এ সবই সম্ভাবনার কথা। আবার আমনাকে শুরুতে মাঝমাঠে রেখে  পরে অবস্থা বুঝে স্ট্রাইকার হিসাবে ব্যবহার করা হতে পারে। সেক্ষেত্রে রালতে শুরুতে আক্রমণে। মোট কথা জেতার জন্য সব কিছু করতে মরিয়া লাল-হলুদ শিবির।

No comments

Powered by Blogger.