Header Ads

চূড়ান্ত অপেশাদারিত্বের নমুনা দেখাল ইস্টবেঙ্গল


ইনসাইড নিউজ ডেস্ক: যে কোনও কাজের সাফল্যের অনেকটাই বোধহয় লুকিয়ে থাকে পেশাদারিত্বের ওপর। যেখানে থাকে শৃঙ্খলা আর অনুশাসন। যার হাত ধরে আসে সাফল্য। যে পেশাদারিত্ব আর সাফল্য অনেকের কাছে দৃষ্টান্তস্বরূপ তুলে ধরা যায়। যা আসলে পথ দেখায় অন্যদের।

কিন্তু শতাব্দী প্রাচীন ক্লাব ইস্টবেঙ্গল আধুনিক ফুটবলের পেশাদারিত্বের বাইরে খারাপ দৃষ্টান্ত তুলে ধরল অন্যদের সামনে।

সবাই জানে এখন লাল-হলুদের কিট স্পনশর PURF. কিন্তু ফুটবলাররা যে জার্সি পরে অনুশীলন করছেন সেখানে পুরনো স্পনশর Shiv Naresh-এর লোগো। আধুনিক ফুটবলে কোনও শতাব্দীপ্রাচীন ক্লাবের থেকে কি এই অপেশাদারিত্ব প্রত্যাশিত!

হতে পারে নতুন স্পনশরের লোগো দেওয়া জার্সি এখনও প্রস্তুত করা হয়ে ওঠেনি। কিন্তু তাই বলে পুরনো স্পনশরের লোগো! স্পনশর পেতে যেখানে এত কাটখড় পোড়াতে হয়, সেখানে স্পনশর পেয়েও এই অপেশাদারিত্বকে কী বলা যায়! প্রশ্নটা না হয় রাখা গেল বাঙালি ফুটবলপ্রেমীদের কাছেই।

No comments

Powered by Blogger.