Header Ads

মাত্র ১০ বছর বয়সে প্রেম না পাওয়ার জ্বালায় পুড়েছিলেন আমির খানইনসাইড নিউজ ডেস্ক: তাঁর প্রেমে পাগল গোটা ভারত। কিন্তু তিনি, আমির খান, মাত্র ১০ বছর বয়সে প্রেমে ব্যর্থ হয়েছিলেন।

কেমন ছিল সে অভিজ্ঞতা? মি: পারফেকশনিস্ট জানিয়েছেন, তিনি প্রথম প্রেমে পড়েন যখন বয়স মাত্র ১০। তাঁকে টেনিস কোর্টে ভর্তি করা হয়। সেখানে প্রায় ৪০-৫০ জন শিক্ষার্থী। তার মধ্যে একজন ছিল সেই মেয়ে। যার প্রেমে হাবুডুবু ছোট্ট আমির।

সেই অভিজ্ঞতা বলতে গিয়ে আমির জানিয়েছেন, 'ওকে প্রথম দেখে স্টানড হয়ে যাই। ওই ছিল আমার 'পহেলা নেশা'। তখন আমি ওর প্রেমে পাগল। রাতদিন শুধু ওর কথাই ভাবতাম। কিন্তু মনের কথা প্রকাশ করার সাহস পাইনি। আমি তখন খুব ছোট আর সেও। আমি প্রচুর প্র্যাক্টিস করতাম। সবার আগে আসতাম আর সবার পরে যেতাম। আমি ওকে ইম্প্রেশ করার চেষ্টা করতাম। কিন্তু প্রায় এক বছর পর তার পরিবার শহর ছাড়ল। সে প্রেম ছিল অপূর্ণ। এই ঘটনার কথা আমি কখনও কাউকে বলিনি। আজ বললাম।'

ভ্যালেন্টাইন্স ডে-তে 'পহেলা নেশা' গানটা শুনতে শুনতে এভাবেই নিজের প্রথম প্রেমের কথা শেয়ার করলেন আমির। আর সবাইকে জানালেন প্রেম দিবসের শুভেচ্ছা।

No comments

Powered by Blogger.