Header Ads

কেঁদে ফেললেন খালিদ। ইস্টবেঙ্গল ছাড়ার ইঙ্গিত...


বিশেষ প্রতিবেদন, একলব্যঃ মঙ্গলবার সন্ধ্যায় খালিদ জামিলের সঙ্গে মিটিংয়ে বসেছিলেন লাল-হলুদ কর্তারা। সেখানে দলের ব্যর্থতা নিয়ে অনেক অপ্রীতিকর প্রশ্নের মুখোমুখি হতে হয় ইস্টবেঙ্গল কোচের। যার কোনও উত্তর সম্ভবত জানা ছিল না খালিদের। নানান প্রশ্নে বেশামাল খালিদ কেঁদে ফেলেন। যেটা তাঁর স্বভাব বিরুদ্ধ।

এরপর খালিদ কর্তাদের বলেন যে তিনি সরে যেতে চান। কর্তারা নিজের মতো করে দল চালান।

এমনইই পরিস্থিতি তৈরি হল মিনার্ভার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে। এমনকী বুধবারের অনুশীলনেও খালিদ থাকবেন কিনা তার কোনও নিশ্চয়তা নেই। এখন দেখার কী পরিস্থিতি অপেক্ষা করছে লাল-হলুদ শিবিরের জন্য।

No comments

Powered by Blogger.