Header Ads

মঙ্গলবার লাল-হলুদ অনুশীলনে চোট পেলেন আল আমনা


ইনসাইড নিউজ ডেস্ক: মিনার্ভার হারে চনমনে লাল-হলুদ শিবির। মঙ্গলবারের অনুশীলনে সেই ছবিই দেখা গেল। খেতাবের অনেকটাই সম্ভাবনা এখন তৈরি হয়ে গেল বুঝেছে গোটা শিবির। তাই চনমনে সবাই। কোচ আর ফুটবলারদের সঙ্গে আলাদা করে আলোচনা সারলেন নিতু, মনোরঞ্জনরা।

খালিদ জানালেন, 'লিগ এখন অনেকটাই ওপেন। আমাদের ভাল ফুটবল খেলতে হবে। সব ম্যাচ জিততে হবে।' ডুডু আবার সমর্থকদের পাশে থাকার আহ্বান জানালেন।

তবে এই চনমনে শিবিরে একটা খারাপ কিছু ঘটতে ঘটতেও ঘটল না। অনুশীলনে চোট পেলেন আমনা। তবে স্বস্তির খবর এই যে কিছুক্ষণ বাইরে থাকার পর আবার মাঠে ফেরেন মাঝমাঠের আসল ভরসা। চুটিয়ে অনুশীলনও করলেন।

No comments

Powered by Blogger.