Header Ads

সন্তানের মৃত্যুর খবর গোপন রেখে ম্যাচ খেললেন এই ফুটবলার


ইনসাইড নিউজ ডেস্ক: প্রিয় সন্তান মারা গেছে। বুক ফাটা কান্না বেরিয়ে আসতে চাইছে গলা চিরে দিয়ে। কিন্তু বুকে পাথর চেপে সেই কান্না আটকে রাখলেন। তাঁকে যে ফুটবল মাঠে নামতেই হবে। সতীর্থরা যে তাঁর দিকে তাকিয়ে। তিনিই তো দুর্গের শেষ প্রহরী।

হ্যাঁ সন্তানের মৃত্যুর খবর সতীর্থদের জানতে না দিয়ে মাঠে নেমে পড়লেন তিনি। খেললেন গোটা ম্যাচ। কিন্তু ম্যাচ শেষে আর নিজেকে আটকে রাখতে পারলেন না তিনি। ভেঙে পড়লেন কান্নায়। ঠাঁই হল সতীর্থদের বুকে।

হ্যাঁ এমনই ঘটনা ঘটল ইরাকের প্রিমিয়ার লিগে। ফুটবলারটির নাম আলা আলা আহমেদ। আল শরতার বিরুদ্ধে খেলছিলেন নাফট মায়সনের হয়ে।

No comments

Powered by Blogger.