Header Ads

সুপার কাপে হয়ত অর্ণব, রফিক, গুরবিন্দররা থাকবেন সাইডলাইনেই। জানতে পড়ুন...


ইনসাইড নিউজ ডেস্ক: হঠাৎ করে ফুটবলারদের ফিজিক্যাল টেস্ট নিতে চলেছেন ইস্টবেঙ্গলের নতুন টিডি সুভাষ ভৌমিক। শোনা যাচ্ছে তাঁর টার্গেট কিছু সিনিয়র ফুটবলার। লোবো যথেষ্ট ভাল পারফর্ম করেছেন আই লিগে। ওই নামটা যদি ছেড়েও দেওয়া যায়, তাহলে পড়ে থাকছে অর্ণব, রফিক, গুরবিন্দরের মতো সিনিয়ররা। যদিও তাঁরাও নিজেদের ফিটনেস প্রমাণ দিয়েছেন যথেষ্ট। যার নেপথ্যে আছেন গার্সিয়া।

শোনা যাচ্ছে, ফিজিক্যাল টেস্টকে হাতিয়ার করে সুপার কাপে এই সিনিয়রদের বসাতে চাইছেন টিডি সুভাষ ভৌমিক। যদিও মরশুমের একেবারে শেষে এসে এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠছে।

No comments

Powered by Blogger.