Header Ads

সঞ্জয় সেনের হাত ধরে মোহনবাগানের তিন ফুটবলার এটিকে'র পথে


ইনসাইড নিউজ ডেস্ক: বাগানের প্রাক্তন কোচ এবার বাগানের ঘর ভাঙতে শুরু করলেন। সবুজ-মেরুনের তিন গুরুত্বপূর্ণ ফুটবলারকে তুলে নিচ্ছে এটিকে। ফুটবলারদের সঙ্গে কথা বলে রাজি করানোর দায়িত্বে সঞ্জয়  সেন। সুপার কাপ শেষে নতুন মরশুমের জন্য ওই তিন ফুটবলারের এটিকে'তে যাওয়া অনেকটাই নিশ্চিত বলে শোনা যাচ্ছে।

এই তিন ফুটবলার হলেন-- আই লিগে বাগানের হয়ে দুরন্ত খেলা লেফট উইঙ্গার নিখিল কদম, দ্বিতীয় জন লেফট ব্যাক রিকি। বলা হচ্ছে এ বছর বাগানের হয়ে সবথেকে ধারাবাহিক তিনিই। আর তৃতীয় জন ডিফেন্সিভ মিডফিল্ডার রেনিয়ার ফার্নান্ডেজ।

পরের মরশুমে দেশীয় ফুটবলারদের ওপরেই ভরসা করতে চাইছে এটিকে। তার জন্য কোচ হিসাবে সারা ভারত ঘোরা সফল সঞ্জয় সেনকে ফুটবলার বাছাইয়ের দায়িত্ব দিয়েছে এটিকে। যে কাজে তিনি আঁটঘাট বেঁধেই নেমে পড়েছেন।

No comments

Powered by Blogger.