Header Ads

লাল-হলুদে চরম অশান্তি! হাতাহাতিতে জড়ালেন ডুডু, গুরবিন্দরইনসাইড নিউজ, কলকাতা: লাল-হলুদে ফিরে এল টোলগে-গুরবিন্দরের সেই দগদগে স্মৃতি। অনুশীলনে হাতাহাতিতে জড়ালেন দুই ফুটবলার। দুই ফুটবলার ডুডু আর গুরবিন্দর। একটা কড়া ট্যাকল ঘিরে এই ঝামেলার সূত্রপাত। শেষে যা গিয়ে দাঁড়ায় হাতাহাতিতে।

এর আগেও ২০১০ সালে এমন নিন্দাজনক ঘটনা ঘটিয়েছিলেন টোলগে আর গুরবিন্দর। আর এদিন গুরবিন্দরের নামটা কমন থাকল। জুড়ল ডুডুর নাম। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন টিডি সুভাষ ভৌমিক এবং অন্য সতীর্থরা।

এদিনও ইস্টবেঙ্গলের অনুশীলনে আসেননি কোচ খালিদ জামিল। শোনা যাচ্ছে, শরীর খারাপ। সুভাষ ভৌমিকের মতো একজন সিনিয়রের সামনে ঘটল এমন নিন্দনীয় ঘটনা। এখন দেখার ক্লাব কী পদক্ষেপ নেয়।

No comments

Powered by Blogger.