Header Ads

গুরবিন্দর, ডুডুর পর এবার কাটসুমি, আমনার ঝামেলা লাল-হলুদ অনুশীলনে


ইনসাইড নিউজ ডেস্ক: মাত্র ক'টা দিন আগেই লাল-হলুদ অনুশীলনে ঝামেলায় জড়িয়েছিলেন গুরবিন্দর, ডুডু। ফের একই রকম অপ্রীতিকর ঘটনা ঘটল ইস্টবেঙ্গল অনুশীলনে। এবার ঝামেলায় জড়ালেন লাল-হলুদের দুই সিনিয়র ফুটবলার। যাঁরা আবার ড্রেসিংরুমের ক্যাপ্টেনও।

রবিবারের অনুশীলনে চূড়ান্ত বচসায় জড়ালেন কাটসুমি আর আল আমনা। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন চুল্লোভা-সহ বাকিরা। অসহায় অবস্থায় দেখতে থাকেন টিডি সুভাষ ভৌমিক। সব মিলিয়ে লাল-হলুদ শিবিরের অস্বস্তি যেন কিছুতেই কাটছে না।

No comments

Powered by Blogger.