Header Ads

সুপার কাপে এটিকে'র কোচ কি সঞ্জয় সেন?


ইনসাইড নিউজ ডেস্ক: প্রথমে এটিকে'র কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল টেডি শেরিংহামকে। এবার আর সরিয়ে দিতে হল না। ব্যর্থতার দায় নিয়ে নিজেই সরে দাঁড়ালেন এটিকে'র অন্তর্বর্তীকালীন কোচ অ্যাশলে উয়েস্টউড।  শুক্রবারই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বেঙ্গালুরুর হয়ে আই লিগ আর ফেড কাপ জেতা কোচ।

শোনা যাচ্ছে আইএসএলের বাকি ম্যাচ গুলোতে রবি কিন কোচের দায়িত্ব সামলাতে পারেন। কিন্তু সুপার কাপে কী হবে? তখন তো আর কাজ চালানোর মতো ব্যাপারস্যাপার থাকবে না। সেক্ষেত্রে কোচের দায়িত্বে কাকে দেখা যাবে?

আইএসএলে যেভাবে ফল করেছে দল তাতে করে কি বিদেশি কোচের পক্ষে আর হাঁটবে কলকাতার দল? ময়দানে জোর জল্পনা-- সুপার কাপে এটিকে'র ডাগআউটে কোচ হিসাবে দেখা যেতে পারে সঞ্জয় সেনকে। সে সম্ভাবনা নাকি প্রবল।

এটিকে'র সঙ্গে ইতিমধ্যেই নাম জুড়ে গেছে সঞ্জয়ের। সামলাচ্ছেন ইউথ ডেভলপমেন্টের দায়িত্ব। তাছাড়া লাইসেন্স আছে। আর সর্বোপরি বড় আসরে কোচ হিসাবে বড়সড় পরীক্ষা ইতিমধ্যেই দেওয়া হয়ে গেছে।

No comments

Powered by Blogger.