Header Ads

আরিন উইলিয়ামসের ভাগ্য ঝুলে আছে স্টিফেন কনস্টানটাইনের হাতে


ইনসাইড নিউজ ডেস্ক: তিনি অস্ট্রেলিয়ান ফুটবলার। কিন্তু ভারতে এসে ভারতীয় ফুটবল আর সংস্কৃতির প্রেমে পড়ে গেছেন। তাই চাইছেন ভারতেই থাকতে আর ভারতের জাতীয় দলে খেলে কিছু দিতে চান এই দেশটাকে। তার জন্য অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়তেও রাজি। তিনি নেরোকা এফসি'র ইউটিলিটি ফুটবলার আরিন উইলিয়ামস।

ভারতের নাগরিকত্ব চেয়ে ইতিমধ্যেই পাসপোর্টের জন্য আবেদনও করেছেন। যা আপাতত ঝুলে আছে। আর ভারতের জাতীয় দলে খেলার স্বপ্ন নির্ভর করছে জাতীয় কোচ স্টিফেন কনস্টানটাইনের হাতে।

সুপার কাপে নেরোকা-কেরালা ব্লাস্টার্স ম্যাচ দেখবেন স্টিফেন। সেখানেই আরিনকে যাচাই করে নেবেন ভারতের কোচ। পছন্দ হলে ফেডারেশনকে জানাবেন। তারপর ফেডারেশনই উদ্যোগ নেবে যাতে দ্রুত আরিনের পাসপোর্ট করিয়ে দেওয়া যায়।

No comments

Powered by Blogger.