Header Ads

সুপার কাপের আগে এডুর চোট চিন্তায় ফেলল লাল-হলুদকে


ইনসাইড নিউজ ডেস্ক: সুপার কাপের আগে বড় ধাক্কা ইস্টবেঙ্গলে। ডান পায়ের গোড়ালিতে মারাত্মক চোট পেলেন ডিফেন্সের মূল স্তম্ভ এডুয়ার্ডো।

পা ফুলে গেছে। এতটাই খারাপ অবস্থা যে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন। এমআরআই হবে। তারপর বোঝা যাবে আদৌ সুপার কাপে তাঁকে দল পাবে কিনা। এডু না থাকলে নি:সন্দেহে সেটা লাল-হলুদের কাছে বড় ধাক্কা হবে।

No comments

Powered by Blogger.