Header Ads

ফুটবলার বাছতে কোথায় চললেন খালিদ? জানতে পড়ুন...


ইনসাইড নিজস্ব: পরের মরশুমের জন্য দলগঠনে নেমে পড়লেন লাল-হলুদ কোচ খালিদ জামিল। একটুও সময় নষ্ট করতে রাজি নন। দেশের প্রতিভান ফুটবলার তুলে আনার দিকেই বেশি নজর খালিদের।

সোমবার থেকে শুরু হতে চলেছে সন্তোষ ট্রফি। ঘরে বসে না থেকে তিনি চলে যাবেন সন্তোষের ম্যাচ দেখতে। ২০ তারিখ মিজোরাম-গোয়া ম্যাচ। লাল-হলুদ কোচ সশরীরে হাজির থাকবেন সেই ম্যাচে। এছাড়া ১৯ তারিখ বাংলা-মণিপুর ম্যাচও দেখার চেষ্টা করছেন। বাংলা, মণিপুর, মিজোরাম, পঞ্জাব, গোয়ার প্রতিশ্রুতিমান ফুটবলারদের নিজেই যাচাই করে নিতে খালিদের এও কমিটমেন্ট।

খালিদ জানিয়েছেন, 'আমি সন্তোষের ম্যাচ দেখব। আর যে সমস্ত ফুটবলারদের খেলা চোখে পড়বে তাদের কথা ক্লাবকে জানাব। সুভাষদার সঙ্গে আলোচনা করব। ক্লাবকে আমার পরিকল্পনার কথা জানাব। আমি সময় নষ্ট করতে চাই না। ঘরে বসে থেকে কী লাভ।'

No comments

Powered by Blogger.