Header Ads

এক্সক্লুসিভ: ইস্টবেঙ্গলে তাঁর বিরুদ্ধে চক্রান্তের গন্ধ পাচ্ছেন খালিদ!কলকাতা: খালিদকে কোচ হিসাবে রেখে দিয়েছে ইস্টবেঙ্গল। কিন্তু খোদ খালিদের মনে অনেক প্রশ্ন, অনেক দ্বিধা। এমনকী তাঁর বিরুদ্ধে চক্রান্তের গন্ধও পাচ্ছেন। ইনসাইড নিউজের সামনে সেই নিয়েই মুখ খুললেন লাল-হলুদ কোচ।

খালিদ ইনসাইডের প্রতিনিধিকে জানালেন, 'আমার সঙ্গে সুভাষ ভৌমিককে জুড়ে দেওয়া হল। অথচ একবারের জন্যও আমাকে জানানা হল না। আলোচনা করা হল না। আমার সঙ্গে টিডি হিসাবে একজনকে জুড়ে দেওয়া হল। অথচ খবরটা আমি পাচ্ছি আপনাদের ওয়েবসাইট পড়ে। কর্তারা ন্যুনতম সৌজন্য দেখালেন না। কোচের তো একটা সম্মান আছে। যে সম্মান আমাকে দেখানো হল না। যদিও আমি আপনাদেরকে জানিয়েছি যে সুভাষদার সঙ্গে কাজ করতে আমার কোনও সমস্যা নেই।'

খালিদ মনে করছেন তাঁকে আবার বলির পাঁঠা করার চেষ্টা চলছে। লাল-হলুদ কোচ জানালেন, 'আমি আর কারুর পুতুল হয়ে কাজ করব না। আমি আমার ভূমিকা ঠিকঠাক বুঝে নেব। সিদ্ধান্ত কে নেবে সেটা পরিষ্কার করে বুঝে নেব। কেউ যদি ভেবে থাকে যে আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করে, আমাকে বলির পাঁঠা করে ক্লাব ছাড়তে বাধ্য করবে, তাহলে তারা ভুল ভাবছে। আমাকে এভাবে সরানো যাবে না। ময়দানে আমারও একটা পরিচিতি হয়েছে। ভিতরের রাজনীতিগুলো আমিও আসতে আসতে বুঝতে পারছি।'

খালিদ আরও বলেছেন, 'সোমবার রাতে ক্লাবের দুই কর্তা আমার ফ্ল্যাটে এসেছিলেন। মঙ্গলবার সুভাষদার সঙ্গে সাংবাদিক সম্মেলনে আমাকে যেতে বলা হয়। কিন্তু আমি যাব না। আমার সঙ্গে আলোচনা না করেই পুরোটা করা হয়েছে। আমি ওঁদেরকে জানিয়েছি, আমি আমার ভূমিকা বুঝে নেব। সুভাষদার সঙ্গে কথা বলব। কার কী দায়িত্ব সেটা আমাকে বুঝে নিতে হবে। আবারও বলছি, কারুর পুতুল হয়ে আমি কাজ করতে পারব না।'

অর্থাৎ একটা বিষয় পরিষ্কার, খালিদ এবার বেশ আঁটঘাট বেধেই আবার ময়দানে নামতে চাইছেন।

No comments

Powered by Blogger.