Header Ads

খালিদকে না জানিয়েই চলছে ইস্টবেঙ্গলের দল গঠনের কাজ। জনতে পড়ুন...ইনসাইড নিজস্ব: সাংবাদিক সম্মেলনে কোচ খালিদ জামিলকে পাশে বসিয়েই টিডি সুভাষ ভৌমিক জানিয়েছিলেন, খালিদই সব। তিনি থাকবেন সহকারীর ভূমিকায়। কিন্তু বাস্তবে ঘটছে ঠিক তার উল্টোটা।

পরের মরশুমের জন্য দল গোছানোর কাজ শুরু করেছে লাল-হলুদ। কিন্তু খালিদের সঙ্গে এ বিষয়ে কোনওরকম আলোচনাইই করা হচ্ছে না। বিশ্বস্ত সূত্রের খবর এমনটাই। এমনকী মিনার্ভার যে ফুটবলারদের সঙ্গে কথা বলেছেন ক্লাবের প্রতিনিধিরা, সে বিষয়েও খালিদকে কিছুই জানানো হয়নি বলে খবর।

খালিদই সব অথচ ওচোর সিডি টিডির হাতে। এমনকী সুভাষ ভৌমিক নাকি নিতে চেয়েছিলেন চার্চিলের এক প্রাক্তন বিদেশিকে। যদিওও বয়সের কারণে কর্তাদের একাংশ না করে দিয়েছেন সুভাষকে।

কোচকে না জানিয়ে চলছে এমনতর নানান কার্যকলাপ। এ বিষয়ে কোচ খালিদকে প্রশ্ন করতে তিনি মুখ খুলতে রাজি হননি। তিনি শুধু আপাতত সুপার কাপেই মন দিতে চাইছেন। সুপার কোয়ালিফাইং রাউন্ডের মুম্বই সিটি এফসি বনাম ইন্ডিয়ান অ্যারোক ম্যাচ দেখতে গেলেন। জয়ী দলের বিরুদ্ধেই যে নামতে হবে। তাই বিপক্ষকে মেপে নিতে গেলেন। থাকার কথা গোলকিপার কোচ সিদ্দিকিরও।

No comments

Powered by Blogger.