Header Ads

শনিবারের অনুশীলনে প্রধান কোচের ভূমিকায় দেখা গেল খালিদকেকলকাতা: শুক্রবারের সন্ধ্যাতেই খালিদ আর সুভাষের সব ঝামেলা মিটে যাওয়ার ইঙ্গিত মিলেছিল। অপেক্ষা ছিল শনিবার আদতে কী ঘটে অনুশীলনে? অবশেষে পাওয়া গেল সেই সৌহার্দ্যের ছবি।

শনিবার জুনিয়র দলের বিরুদ্ধে অনুশীলন ম্যাচ ছিল দাদাদের। ম্যাচ জুড়ে খালিদকেই প্রধান কোচের ভূমিকায় দেখা যায়। সাইডলাইন থেকে নির্দেশ দেন ফুটবলারদের। টিডি সুভাষকে বেশিরভাগ সময় বসে থাকতে দেখা যায় সাধারণ পোশাকে। মাঝেমাঝেই আবার টিডি আর কোচকে সিরিয়াস ভঙ্গীতে আলোচনা করতে দেখা যায়।

শনিবারের এই ছবি দেখে বলাই যে আপাতত খালিদ-সুভাষ সম্পর্কেরর সব জটিলতা কাটল। টিমের সব ফোকাস এখন শুধুই সুপার কাপ।

No comments

Powered by Blogger.