Header Ads

এক্সক্লুসিভ: শর্তসাপেক্ষে সুপার কাপে ইস্টবেঙ্গলের কোচ থাকছেন খালিদ


কলকাতা: খালিদকে নিয়ে আপাতত সব জল্পনার অবসান। সুপার কাপে ইস্টবেঙ্গলের কোচ থাকছেন খালিদই। কার্যকরী কমিটির মিটিংয়ের আগে ইনসাইড নিউজের কাছে এসে গেল সেই এক্সক্লুসিভ খবর।

তবে আপাতত সুপার কাপ পর্যন্তই রেখে দেওয়া হল খালিদকে। সুপার কাপের পর আবার খালিদের সঙ্গে বসে আগামি মরশুম নিয়ে আলোচনা হবে।

তবে সুপার কাপেও খালিদের মাথার ওপর ম্যানেজার হিসাবে বসানো হচ্ছে একজনকে। তবে তিনি মনোরঞ্জন ভট্টাচার্য নন। তাঁর চেয়েও হয়ত কোনও সিনিয়র। তবে কি তিনি সুভাষ ভৌমিক? দেখাই যাক কার নাম প্রকাশ্যে আসে। আর এও শোনা যাচ্ছে যে অ্যাডভাইজরি কমিটি থেকে সরানো হচ্ছে মনা, ভাস্করদের।

কিন্তু এখন প্রশ্ন, মাত্র কটা ম্যাচের জন্য খালিদের মাথায় কাউকে বসানো কি বাড়তি চাপে রাখা? স্বাধীনভাবে কাজ করতে না দেওয়াটা কীসের ইঙ্গিত? যদিও খালিদ মুখে বলছেন, সিনিয়রেরর সঙ্গে কাজ করতে তাঁর কোনও সমস্যা হবে না।

No comments

Powered by Blogger.