Header Ads

সবাইকে চমকে দিয়ে বিয়ে সেরে ফেললেন রাজ চক্রবর্তী, শুভশ্রী


ইনসাইড নিউজ ডেস্ক: ভরা বসন্তে টলিপাড়ায় খুশির হাওয়া। বিয়ের মরশুমে সবাইকে চমকে দিয়ে বিয়ে সেরে ফেললেন রাজ চক্রবর্তী, শুভশ্রী। সুদীর্ঘ প্রেমকাহিনীর এ এক মিষ্টি পরিণতি। মঙ্গলবার সন্ধেতে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই যুগল। রেজিস্ট্রিও সারলেন। অর্থাৎ আজ থেকে রাজ আর এলিজেবল ব্যাচেলর নন। আজ থেকে তিনি শুভশ্রীর স্বামী। হ্যাঁ রাজ এখন শুধুই শুভ'র।


No comments

Powered by Blogger.