Header Ads

খালিদকে অনুশীলনে ঢুকতে দিলেন না সুভাষ ভৌমিক। কী করলেন খালিদ?ইনসাইড নিউজ ডেস্ক: বৃহস্পতিবার ইস্টবেঙ্গল অনুশীলনে এলেন খালিদ। কিন্তু অনুশীলনে নামতে দিলেন না টিডি সুভাষ ভৌমিক। ড্রেসিংরুমেই থাকতে হল লাল-হলুদ কোচকে। প্র‍্যাক্টিসের ধারেকাছেও ঘেঁষতে দেওয়া হল না। ফুটবলারদের সঙ্গেও কোনও কথা হয়নি প্রধান কোচের। অনুশীলন শেষে সবাই যে যার মতো বাড়ি ফিরে যান। আর খালিদ থেকে যান নিজের ঘরেই। এদিনও ফুটবলারদের অনুশীলন করালেন সুভাষ। আর মাঠ ছাড়ার আগে খালিদের সঙ্গে কথা হল কিনা প্রশ্নে সুভাষ বলেন, 'খালিদ কি আমার ছেলে যে ওর সঙ্গে কথা বলতে যাব। কে খালিদ। ও থাকুক নিজের মতো।'

আগের দিনই সুভাষ বলেছিলেন, অনুশীলনে এলেও খালিদকে অনুশীলন করাতে দেবেন না। সেই কথাই রাখলেন। মনে রাখতে হবে, এই সুভাষই কিন্তু প্রথম দিন ভাল ভাল কথা বলেছিলেন খালিদ সম্পর্কে।

No comments

Powered by Blogger.