Header Ads

এক্সক্লুসিভ: ইস্টবেঙ্গলের কোচ হতে চলেছেন কে? জেনে নিন...ইনসাইড নিজস্ব: অনেকে নাম ঘোরাফেরা করছে ইস্টবেঙ্গলের কোচ হওয়ার দৌড়ে। কিন্তু সবাইকে পিছনে ফেলে লাল-হলুদের কোচ হতে চলেছেন বাস্তব রায়।

হ্যাঁ নামটা শুনলে অনেকে চমকে যেতে পারেন কিন্তু এটাই হতে চলেছে। এটিকে'র দীর্ঘদিনের সহকারি কোচই হতে চলেছেন ইস্টবেঙ্গলের নতুন কোচ। নাম প্রায় চূড়ান্ত। শোনা যাচ্ছে, এটিকে'র থেকে সব পাওনাগণ্ডা মিটিয়ে নিয়ে লাল-হলুদের কোচের পদে বসতে চলেছেন তিনি।

No comments

Powered by Blogger.