Header Ads

রাজ্য ছাড়িয়ে দেশ মাতাতে চলল দেবের কবীরইনসাইড নিউজ ডেস্ক: বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হয়ে দেবের প্রোডাকশন হাউস মুক্তি ঘটিয়েছে কবীরের। যা দারুণ প্রশংসিত হচ্ছে। হ্যাঁ ভুলত্রুটি নিশ্চই কিছু উঠে আসছে। তবে সবকিছু ছাড়িয়ে বাহবা আদায় করে নিয়েছে দেব, অনিকেতদের প্রচেষ্টা।

বাংলা সিনে ইন্ডাস্ট্রির সীমিত গণ্ডির মধ্যে দাঁড়িয়ে জঙ্গীহানার মতো একটা বিষয়কে বেছে নিয়ে সিনেমা বানাতে কলজে লাগে। যেটা করে দেখিয়েছেন প্রোডিউসার দেব। সেইসঙ্গে প্রতিভাবান নতুন অভিনেতাদের সুযোগ দেওয়া।

কলকাতায় মুক্তির কয়েকদিনের মধ্যেই সারা দেশের বাঙালিদের জন্য একটা দারুণ সুখবর। দেশব্যাপী মুক্তি পেতে চলেছে কবীর। শুক্রবার অর্থাৎ ২০ এপ্রিল ভারতের বিভিন্ন প্রান্তের সিনেমাহলে দেখানো হবে এই সন্ত্রাসবাদবিরোধী সিনেমা। আন্ধেরি, ডোম্বিভালি, পুনে, ব্যাঙ্গালোর, দিল্লি, নয়ডা, গুরগাঁও এবং হায়দরাবাদের সিনেমাহলে চলবে কবীর। অনেক শুভেচ্ছা দেব আর দেবের টিমকে।

No comments

Powered by Blogger.