Header Ads

এক্সক্লুসিভ: কোচ হিসাবে খালিদের প্রাক্তন গুরুর সঙ্গে কথা ইস্টবেঙ্গলেরইনসাইড নিজস্ব: তবে কি খালিদ জামিলকে কোচের পদ থেকে সরানোর দিকেই হাঁটছে ইস্টবেঙ্গল? হ্যাঁ শোনা যাচ্ছে, ভিতরে ভিতরে নতুন কোচের জন্য কথা বলছেন লাল-হলুদ কর্তারা। সূত্র মারফত উঠে আসছে ডেরেক পেরেরার নাম। মাহিন্দ্রা ইউনাইটেডে খালিদ যখন ফুটবলার তখন তাঁর গুরু অর্থাৎ কোচ ছিলেন এই ডেরেক পেরেরা।

বর্তমানে ডেরেক এফসি গোয়ার সহকারী কোচ। গত বছরও ইস্টবেঙ্গল যোগাযোগ করে ডেরেকের সঙ্গে। কিন্তু আইএসেলের দলের প্রস্তাব থাকায় কথা আর বেশিদূর এগোয়নি।

শোনা যাচ্ছে, ডেরেক কোচ হয়ে হলে টিডি হিসাবে রেখে দেওয়া হবে সুভাষ ভৌমিককে। চুক্তি শেষ হয়ে গেলেও নতুন করে প্রস্তাব দেওয়া হবে। সুভাষ নিজেও জানিয়ে দিয়েছেন, খালিদ থাকলে তিনি নেই। তাই ধরেই নেওয়া যায় অন্য যে কেউ কোচ হয়ে এলে তাঁর একসাথে কাজ করতে কোনও সমস্যা নেই। শুধু কথা একটাই, 'খালিদ হলে খেলব না!!'

No comments

Powered by Blogger.