Header Ads

খালিদকে সরানোর মঞ্চ তৈরি ইস্টবেঙ্গলে। ঘোষিত হতে চলেছে নতুন কোচের নাম
ইনসাইড নিজস্ব: শেষমেশ খালিদ জামিলকে সরাতেই চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর এমনটাই। সোমবার সন্ধ্যায় খালিদের বদলি কোচের নামও ঘোষণা হতে চলেছে লাল-হলুদে। এমনটাই জোর খবর।

সোমবার গেট-টুগেদার ছিল লাল-হলুদ তাঁবুতে। খালিদ, সুভাষ, ফুটবলাররা থেকে কর্তারা সবাই হাজির ছিলেন। খালিদের সঙ্গে মিটিং হওয়ারও কথা ছিল। কিন্তু খালিদ আগেই ক্লাব থেকে বেরিয়ে যান।

এ ব্যাপারে খালিদের সঙ্গে কথা বলতে গেলে তিনি জানিয়েছেন, 'আমার সঙ্গে কোনও আলোচনাই করেননি কর্তারা। অথচ অন্য সূত্র মারফত শুনছি আমাকে নাকি সরানো হচ্ছে। যদিও আমার সঙ্গে চুক্তি আরও এক বছরের। আমি আগেই বলেছিলাম যে আমি আর একটা সুযোগ চাই। সমর্থকদের আই লিগ দিতে চাই। সেটা না দিতে পারলে আমি নিজেই সরে দাঁড়াতাম। কিন্তু আমার সঙ্গে আলোচনা না করেই আমাকে সরানো হচ্ছে।'

No comments

Powered by Blogger.