Header Ads

সবাইকে পিছনে ফেলে দেশের সেরা অভিনেতা ঋদ্ধি। সেরা বাংলা ছবি ময়ূরাক্ষীইনসাইড নিউজ ডেস্ক: একেই বোধহয় বলে সার্থক প্রতিভা। যাঁর নাম ঋদ্ধি সেন। অভিনয় জীবনের কিছু সময় পেরোতে না পেরোতেই পেলেন ভারতীয় সিনেমার সর্বোচ্চ সম্মান। সবাইকে পিছনে ফেলে জিতে নিলেন জাতীয় পুরস্কার। কৌশিক গাঙ্গুলির নগরকীর্তনে অনবদ্য অভিনয়ের জন্য এই সম্মান।

অন্যদিকে অতনু ঘোষ পরিচালিত ময়ূরাক্ষী জিতে নিল সেরা বাংলা ছবির জাতীয় পুরস্কার। যেখানে অনবদ্য অভিনয়ে মাতিয়ে দিয়েছিলেন সৌমিত্র আর প্রসেনজিৎ।

এছাড়া নগরকীর্তন পেয়েছে আরও তিন পুরস্কার। বিশেষ জুরি সম্মান আর সেইসঙ্গে সেরা কস্টিউম আর মেকআপের পুরস্কার।

মম-এর জন্য সেরা অভিনেত্রী হয়েছেন প্রয়াত শ্রীদেবী আর সেরা হিন্দি ছবির পুরস্কার পেয়েছে নিউটন।

No comments

Powered by Blogger.