Header Ads

দলবদলে জোর বিতর্ক! মিনার্ভার দাবি তাদের দুই ফুটবলার সই করেননি ইস্টবেঙ্গলে!ইনসাইড নিউজ ডেস্ক: দলবদলের বাজারে জোর বিতর্ক! বিতর্কের কেন্দ্রে আই লিগ জয়ী মিনার্ভার দুই ফুটবলার সুখদেব সিং এবং দীপক দেবরানী। দু'দিন আগে ইস্টবেঙ্গলের তরফে ৬ জন নতুন ফুটবলারের নাম ঘোষণা করা হয়। সেই তালিকায় ছিল উপরের দুই ফুটবলারের নাম।

কিন্তু ২৫ তারিখ মিনার্ভার তরফে জানানো হয়, ওই দুই ফুটবলার সই করেননি ইস্টবেঙ্গলে। এমনকী মিনার্ভার তরফে যে টুইট করা হয়, সেখানে ইস্টবেঙ্গলকে ট্যাগও করা হয়। এরপর শুরু হয় তুমুল বিতর্ক। প্রফেশনাল ফুটবলে এটা কী করে সম্ভব! ভুল কাদের তরফে? কেনই বা এই বিভ্রান্তি? খতিয়ে দেখা হচ্ছে।


No comments

Powered by Blogger.