Header Ads

কাটসুমি, আমনার গোলে সুপার কাপের শেষ আটে ইস্টবেঙ্গলইনসাইড নিউজ ডেস্ক: সুপার কাপ শুধুমাত্র একটা সর্বভারতীয় টুর্নামেন্ট নয়। এখানে সম্মানের লড়াই। ছোটবড়'র লড়াই। আই লিগ বনাম আইএসএলের লড়াই। আই লিগের ক্লাব গুলোর সামনে প্রমাণ করার সুযোগ, কম টাকার ক্লাব বা টুর্নামেন্ট হলেও আমরা কোনও অংশে কম যাই না।

সেটা এবার প্রমাণ করে দিল ইস্টবেঙ্গল। হারিয়ে দিল আইএস এলের দল মুম্বই সিটি এফসি-কে।শুরুতে পিছিয়ে পড়েও অনবদ্য জয় খালিদ সুভাষের দলের। ২২ মিনিটে গোল খেয়ে ২৬ মিনিটে দুরন্ত হেডে সমতা ফেরান কাটসুমি। এরপর ৭২ মিনিট পর্যন্ত টানটান উত্তেজনা। অনেকেই ভেবে বসেছিল ম্যাচ গড়াবে টাইব্রেকারে। কিন্তু সেটা হতে দিলেন না আল আমনা। ৭৩ মিনিটে এনে দিলেন জয়সূচক গোল। সুপার কাপের কোয়ার্টার ফাইনালে চলে গেল লাল-হলুদ।

No comments

Powered by Blogger.