Header Ads

আবার এটিকে-তে ফিরছে সামিঘ দ্যুতি আর হেনরিক সেরেনোইনসাইড নিউজ ডেস্ক: দ্যুতি তো এটিকের হয়ে অনেক দ্যুতি মানে আলো ছড়িয়েছেন। সেটা ভুলে যায়নি কোনও সমর্থকই। এটিকে সমর্থকদের জন্য দ্যুতি এনে দিলেন দারুণ এক সুখবর। তিনি আবার ফিরছেন কলকাতায়। আবার তাঁর ঠিকানা এটিকে।

কথা চূড়ান্ত। সুপার কাপ শেষ হলেই সই করবেন প্রাক্তন ক্লাবে। আর তাঁর সঙ্গী হেনরিক সেরেনো।

No comments

Powered by Blogger.