Header Ads

সবাইকে পিছনে ফেলে টুইটার ট্রেন্ডিংয়ে এক নম্বরে রবীন্দ্রনাথ ঠাকুরইনসাইড নিউজ ডেস্ক: রবীন্দ্রনাথ কি বৃদ্ধ হয়েছেন? রবীন্দ্রনাথ কি যুগের থেকে পিছিয়ে আছেন? না বরং ঠিক তার উল্টোটা। রবীন্দ্রনাথ কখনও বৃদ্ধ হন না। আর যুগপোযোগী শুধুই হন, এগিয়ে থাকেন যুগের চেয়ে।

তার প্রমাণ দিলেন হাতেনাতে। আজকের ফেসবুক, টুইটার কিংবা আরও অনেক সোশ্যাল মিডিয়ার যুগে আধিপত্য দেখাচ্ছেন রবি ঠাকুর। ২৫শে বৈশাখ তাঁর জন্মতিথি। কিন্তু অপেক্ষা যে আর সয় না। তার আগে থেকেই দেশজুড়ে শুরু হয়ে গেছে রবীন্দ্রনাথের ১৫৭তম জন্মজয়ন্তী পালন।

রবীন্দ্রনাথকে নিয়ে আজও উন্মাদনা এতটাই যে টুইটার ট্রেন্ডিংয়ে সারা ভারতে এক নম্বরে উঠে এলেন। এতেই প্রমাণিত, যুগ এগিয়ে চলবে আর সেই সঙ্গে এগিয়ে চলবেন রবীন্দ্রনাথও।


No comments

Powered by Blogger.