Header Ads

এবার আপনার ডেটিং করার সঙ্গী খুঁজে দেবে ফেসবুকইনসাইড নিউজ ডেস্ক: আপনি কি সিঙ্গল? একাকীত্বে ভুগছেন মনের মতো সঙ্গী খুঁজছেন? তাহলে আপনার মনের কথা শুনতে পেয়েছে ফেসবুক।

ফেসবুক এবার আনতে চলেছে ডেটিং সার্ভিস। ফেসবুক অ্যাপের মধ্যেই পাওয়া যাবে এই সার্ভিস। আর ডেটিং সার্ভিস ব্যবহারকারীদের সব তথ্য সযত্নে রক্ষা করা হবে বলে জানিয়েছেন জুকেরবার্গ। আর এই বিশেষ সার্ভিসে ফ্রেন্ডলিস্টে থাকা বন্ধুদের বাইরে গিয়েই খুঁজে দেওয়া হবে ডেটিং পার্টনার।

No comments

Powered by Blogger.