Header Ads

এটিকের এই প্রাক্তন ফুটবলারের সঙ্গে কথা চালাচ্ছে বেঙ্গালুরু এফসিইনসাইড নিউজ ডেস্ক: আইএসএলে এটিকের মাঝমাঠ মানে তিনিই হয়ে উঠেছিলেন মূল ভরসা। ম্যাচের পর ম্যাচ নজরকাড়া ফুটবল খেলে হয়ে উঠেছিলেন সমর্থকদের নয়ণের মণি। কিন্তু তবুও তাঁকে ধরে রাখেনি এটিকে। ফলও ভুগতে হয়েছে।

কথা বলছি জাভি লারাকে নিয়ে। সেই তাঁকে আবারও আইএসএলে দেখা যেতে পারে। তবে এবার আর এটিকে-তে নয়। জাভি লারা ফিরতে পারেন বেঙ্গালুরু এফসি-তে। অর্থাৎ খেলতে দেখা যেতে পারে এটিকে'র বিপক্ষ টিমে। সুনীল ছেত্রীদের দলে  চূড়ান্ত করার জন্য কথাবার্তা অনেকদূর এগিয়েছে এই প্রাক্তন এটিকে-মিডিওরর সঙ্গে।

No comments

Powered by Blogger.