Header Ads

স্পনসর হতে ইস্টবেঙ্গলের ওপর শর্ত চাপাল ONGC। জেনে নিন


ইনসাইড নিউজ ডেস্ক: কিংফিশারকে টাইটেল স্পনসর থেকে সরানোর কাজ জোরকদমে শুরু হয়ে গেছে লাল-হলুদের তরফে। টাইটেল স্পনসর হিসাবে আসতে চলেছে ONGC।

তবে টাইটেল স্পনসর হতে বেশ কিছু শর্ত আছে ONGC'র। একবার দেখে নেওয়া যাক সেই শর্তগুলো কী কী?

১. জার্সিতে ONGC'র লোগো বড় বড় করে দিতে হবে

২. চুক্তি করা যাবে না তিনটের বেশি কো-স্পনসরের সঙ্গে।

৩. ক্লাবের নামের আগে ONGC'র নাম জুড়তে হবে।

৪. ইউবি গ্রুপের বোর্ড ভেঙে গড়তে হবে নতুন বোর্ড।

৫. সেই কমিটিতে থাকতে হবে ONGC'র দু'জন প্রতিনিধি।

এই শর্তগুলো নিয়ে আলোচনা হয়েছে ক্লাবে। শোনা যাচ্ছে এই শর্তগুলো মেনে নিতে প্রায় রাজি ইস্টবেঙ্গল কর্তারা। এবার ইউবি গ্রুপের সঙ্গে চূড়ান্ত দফারফা হওয়াটা শুধু সময়ের অপেক্ষা।

No comments

Powered by Blogger.