Header Ads

পরের মরশুমের জন্য এটিকে'র নতুন কোচ ঠিক হয়ে গেল
ইনসাইড নিউজ ডেস্ক: শেষ দুই মরশুমে তিনি ছিলেন কেরালা ব্লাস্টার্স আর জামশেদপুর এফসি'র কোচ। সেই স্টিভ কপেল-কে নতুন মরশুমের জন্য কোচ হিসাবে বেছে নিল এটিকে।

কোচ নিয়ে ব্যাপক টানাপোড়েন চলেছিল শেষ আইএসএলে। হতশ্রী পারফরমেন্স ছিল কলকাতার। এবার দেখার স্টিভ কপেল এটিকে-কে পুরনো ছন্দে ফেরাতে পারেন কিনা।

No comments

Powered by Blogger.