Header Ads

তিন বছরের সাজা এড়িয়ে সুভাষ ভৌমিক ফিরছেন লাল-হলুদের অনুশীলনেইনসাইড নিজস্ব প্রতিবেদনঃ ২০০৫ সালের ডিসেম্বর মাসের ঘটনা। সুভাষ ভৌমিকের বিরুদ্ধে উঠেছিল ঘুষ নেওয়ার অভিযোগ। কাজে সুবিধে পাইয়ে দেবার নাম করে নাকি চেয়েছিলেন চার লাখ। দেড় লাখ টাকা নেওয়ার সময় নাকি সিবিআই-এর কাছে হাতেনাতে ধর পড়েন বর্তমান লাল-হলুদ টিডি।সেই সময় গ্রেফতারও করা হয় সুভাষকে।

আজ ছিল এই মামলার রায় ঘোষণা।আদালত জজ কোর্টের বিশেষ সিবিআই আদালত তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় সুভাষকে। সাজা ঘোষণার পর সুভাষের আইনজীবীরা জামিনের আবেদন করেন। এবং আদালত সেই জামিনের আবেদন মঞ্জুরও করে।

কিন্তু এত কিছুর মধ্যে তিনি কি আর লাল-হলুদের টিডির পদে থাকবেন? বা তাঁকে কি আদৌ তেমন গুরুত্বপূর্ণ পদে রাখবে ক্লাব? এ ব্যাপারে তড়িঘড়ি মিটিং ডেকেছিল ক্লাব। এবং সিদ্ধান্ত হয় যে টিডি হিসাবে থাকছেন সুভাষই। শুধু তাই নয়, কাল থেকেই যেমন অনুশীলনে আসছিলেন তেমনই আসবেন। 

No comments

Powered by Blogger.