Header Ads

কী কারণে ইতিহাস হয়ে গেল গ্রিজম্যানের গোল। জেনে নিনইনসাইড নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নিজেদের ওপেনিং ম্যাচে ফ্রান্স জিতল ২-১ গোলে। জয় তো প্রত্যাশিতই ছিল। হার হলে বড়সড় অঘটন হতো। অঘটন ঘটেনি। ফ্রান্সই জিতল।

তবে একটা কারণে এই ম্যাচ স্মরণীয় হয়ে থাকল। ইতিহাস হয়ে গেল গ্রিজম্যানের গোল। এই প্রথম বিশ্বকাপে পেনাল্টির সিদ্ধান্ত নিল VAR অর্থাৎ ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি। যে প্রযুক্তি এই বিশ্বকাপেই প্রথম কার্যকর হয়েছে।

ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্রিজম্যানকে বক্সের মধ্যে ফেলে দেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার। শুরুতে চোখ এড়িয়ে যায় রেফারির। এরপর সিদ্ধান্ত নেওয়ার ভার যায় VAR এর কাছে। পরিষ্কার হয়ে যায় যে পেনাল্টিই ছিল।

No comments

Powered by Blogger.