Header Ads

মোহনবাগান ছেড়ে এটিকে-তে আরও একজন। আবারও ঘর ভাঙলেন সঞ্জয়!ইনসাইড নিউজ ডেস্ক: আরও একবার মোহনবাগানের ঘর ভাঙলেন সঞ্জয় সেন। সূত্রের খবর এমনটাই। এবার বাগান থেকে এটিকে-তে নিয়ে নিলেন ফিজিও অভিনন্দনকে। গত মরশুমে যিনি সবুজ-মেরুন শিবিরের গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।

এখনও পর্যন্ত নতুন মরশুমের চুক্তি নিয়ে অভিনন্দনের সঙ্গে কোনওরকম কথা বলেনি। সেই সুযোগটাকেই কাজে লাগালেন সঞ্জয়। এমনটাই সূত্রের খবর। তাছাড়া অভিনন্দনের সঙ্গে প্রাক্তন বাগান কোচের সম্পর্কও ভাল। তাই মিলে গেল অঙ্কটা। অভিনন্দন এবার এটিকে'র ফিজিও।

আগেই বাগানের প্রাক্তন ফিজিক্যাল ট্রেনার গার্সিয়াকে এটিকে-তে টেনেছেন সঞ্জয়। অভিনন্দনকে নিয়ে সেই দল আরও ভারি করলেন।

No comments

Powered by Blogger.