Header Ads

১০০ লেখা সুনীলের জার্সি পরে ম্যাচ দেখলেন ভারতের দুই কিংবদন্তী ফুটবলার


ইনসাইড নিউজ ডেস্ক: ভারতীয় ফুটবল নিয়ে এত আবেগ শেষ কবে দেখা গিয়েছিল মনে পড়ে? হ্যাঁ স্মৃতির পাতা অনেক ওল্টাতে হবে মনে করতে। যেমনটা আজ দেখা গেল। যার মূল কারণ দেশের জার্সি গায়ে সুনীল ছেত্রীর শততম ম্যাচ।

শততম ম্যাচেও ভারত অধিনায়ক করলেন জোড়া গোল। নিজের এই মাইলস্টোন নিজেই মধুর করে রাখলেন। কেনিয়ার বিরুদ্ধে ভারত জিতল ৩-০ গোলে। আর এক গোল জেজের।সুনীলের শততম ম্যাচে উপচে পড়ল দর্শক। আর তাঁদের মধ্যে ছিলেন দু'জন বিশেষ দর্শক। ভারতীয় ফুটবলের দুই প্রাক্তন কিংবদন্তী বিজয়ন আর বাইচুং। ভরা বৃষ্টিতে গ্যালারিতে বসে দেখলেন সুনীলের শততম ম্যাচ। পরেছিলেন ছেত্রী লেখা ১০০ নম্বর জার্সি পরে। প্রিয় উত্তরাধিকারের হাতে তুলে দিলেন ১০০ লেখা ট্রফি। সব দিক দিয়েই মধুর হয়ে থাকল ভারত অধিনায়কের শততম ম্যাচ।


No comments

Powered by Blogger.