Header Ads

এটিকে, চেন্নাইয়ানের অফার ছেড়ে ইস্টবেঙ্গলে মিনার্ভার এই ফুটবলারইনসাইড নিউজ ডেস্ক: শেষ আই লিগে সেরা ফুটবলটা সম্ভবত খেলেছেন তিনিই। ২০ বছরের এই রাইটব্যাক দুর্দান্ত পারফর্ম করে সবার প্রশংসা কুড়িয়েছেন। তিনি কমলপ্রীত সিং।

আইএসএলের ক্লাব এটিকে আর চেন্নাইয়ান এফসি'র অফার ছিল তাঁর কাছে। কিন্তু শেষ পর্যন্ত বেছে নেন লাল-হলুদকেই। কমলপ্রীতকে নিতে মিনার্ভাকে ট্রান্সফার ফি দিতে হতো ১৫ লাখ টাকা। কিন্তু সেই টাকা দিতে রাজি হয়নি আইএসএলের দুই ফ্র্যাঞ্চাইজি। কিন্তু কমলপ্রীতকে নিতে মরিয়া থাকায় সেই বাড়তি টাকা খরচ করতে রাজি ছিল ইস্টবেঙ্গল।তাই শেষ পর্যন্ত লাল-হলুদ জার্সিতে দেখা যেতে চলেছে এই তরুণ প্রতিভাকে। দু'বছরে ৮০ লক্ষ টাকার চুক্তি কমলপ্রীতের সঙ্গে। ২৫ জুন থেকেই তিনি লাল-হলুদ জার্সিতে অনুশীলনে নেমে পড়বেন।

No comments

Powered by Blogger.