Header Ads

এক্সক্লুসিভ: বাংলাদেশের ক্লাবে যাওয়া নিয়ে কী বললেন সনি নর্ডি নিজে? জেনে নিন...ইনসাইড নিউজ বাংলা: মঙ্গলবার একটা খবরে সোশ্যাল মিডিয়াতে জোর তর্জা চলেছে। সনি নর্ডি নাকি বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস-এর হয়ে খেলতে চলেছেন। এই মুহূর্তে ভারতের কোনও ক্লাবে এখনও পর্যন্ত চূড়ান্ত না হওয়ায় অনেকেই খবরটাকে উড়িয়ে দিতে পারেননি। এমনকী সনির সঙ্গেও যোগাযোগ করা যায়নি।

অবশেষে পাওয়া গেল সনির উত্তর। বাংলাদেশের ক্লাবে যাওয়ার খবরকে সম্পূর্ণ উড়িয়ে দিয়ে ইনসাইড নিউজ বাংলাকে হাইতিয়ান তারকা জানিয়েছেন, 'যত্তসব বাজে কথা। তেমন কোনও সম্ভাবনাই নেই। আমি কি পাগল নাকি যে এমন একটা সিদ্ধান্ত নিতে যাব!'

হ্যাঁ বাংলাদেশে যাওয়ার খবরে যেন আকাশ থেকে পড়লেন সনি। যার রিঅ্যাকশনও দিলেন বেশ কড়াভাবেই। তাই ভারতে সনি নর্ডির যে সমস্ত ভক্তদের মনে হঠাৎ করেই ধোঁয়াশা তৈরি হয়েছিল, তাদের সব ধোঁয়াশা কাটিয়ে দিলেন খোদ সনি নিজেই।

No comments

Powered by Blogger.