Header Ads

কে হতে চলেছেন আর্জেন্টিনার নতুন কোচ? জানতে ক্লিক করুন...ইনসাইড নিউজ ডেস্ক: ২০২০ অলিম্পিকস পর্যন্ত আর্জেন্টিনা দলের সাথে চুক্তি সই করতে চলেছেন আলেজান্দ্রো সাবেয়া। দীর্ঘকালীন হিসেবে নয়, শর্টটার্মে ১/২ বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব নিতে পারেন এই বর্ষীয়ান কোচ। একইসঙ্গে যুব দলের ডিরেক্টর হিসেবেও কাজ করবেন।

এখন সিমিওনি, পচেত্তিনো, গায়ারদো কিংবা গুইলার্মো কেউই ফাঁকা নেই। পচেত্তিনো বাদে অন্য সবাই তাদের নিজ নিজ ক্লাবের সাথে চুক্তি শেষ হবে ২০২০-তে। তখন পারফরম্যান্সের ভিত্তিতে সাবেয়া দল হস্তান্তর করতে পারেন।

২০১৯-এ কোপা আমেরিকাতে কোচের আসনে বসা একরকম নিশ্চিত সাবেয়ার। একইসঙ্গে পরের বছর চিলিতে অনুষ্ঠিত হতে চলা অনূর্দ্ধ-২০ দলের দায়িত্বেও থাকবেন তিনি। আর ২০২০ টোকিও অলিম্পিকেও দেখা যেতে পারে এই অভিজ্ঞ কোচকে।

No comments

Powered by Blogger.